Bangladesh

যুক্তরাষ্ট্রের ধারণা বাংলাদেশ চীনের বলয়ে ঢুকে যাচ্ছে : মোমেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ-চীন
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ধারণা বাংলাদেশ চীনের বলয়ে ঢুকে যাচ্ছে : মোমেন

Bangladesh Live News | @banglalivenews | 14 Aug 2023, 03:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ আগস্ট ২০২৩ : অবশেষে জানা গেল বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের বিরূপ মনোভাবের কারণ। তাদের ধারণা বাংলাদেশ ক্রমশ: চীনের বলয়ে প্রবেশ করছে। এমনকি তারা বাংলাদেশকে চীনের বশংবদও মনে করে। সরকার বিরোধীরা এমন ধারণা যুক্তরাষ্ট্রকে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালেই চীনের সংগে কূটনৈতিক ও বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হয়। অপরদিকে চীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ‘কোয়াডে’ যোদানের ব্যাপারে সতর্ক করে (হুমকি দিয়ে) আসছে।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই কংগ্রেস সদস্য রিপাবলিকান দলের দুই সদস্যেন সঙ্গে বেঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ চীনের বলয়ে চলে যাচ্ছে- এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শুনতে হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলেছে, ‘তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছো। আমরা বলেছি, না। আমরা চীনের ঋণের ফাঁদেও যাচ্ছি না। চীন থেকে আমরা যে ঋণ নিয়েছি, এটা আমাদের মোট ঋণের এক শতাংশ।

কমিউনিস্ট রাষ্ট্র চীনের সঙ্গে বাংলাদেশের ভিন্নতার বিষয়গুলো বৈঠকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে তুলে ধরেছেন বলে জানান কর্মসূত্রে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা মোমেন।

বাংলাদেশ চীনের ‘গোলাম’ হয়ে গেছে, এমন ধারণা কংগ্রেস সদস্যদের দেওয়া হয়েছে বলে দাবি করেন মোমেন। তিনি বলেন, তাদেরকে বিভিন্ন লোকজন বলেছেন, এরা (বাংলাদেশ) চায়নার খপ্পরে পড়ে গেছে, চায়নার গোলাম হয়ে গেছে। আর এটা একটা ভয়ঙ্কর জায়গা, এখানে অশান্তি লেগে আছে, পুলিশ অকারণে লোকজন ধরছে, যখন-তখন রাস্তাঘাটে লোক মরছে। এই ধরনের একটা ধারণা তাদের দেয়া হয়েছে।

ভারত ও প্রশান্ত সাগরাঞ্চলকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে আলোচিত ‘ইন্দো-প্যাসিফিক কৌশল’ গ্রহণ করে কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ও জোট। ‘চীনবিরোধী’ জোট কোয়াডে বাংলাদেশকে ডাকছে যুক্তরাষ্ট্র্। এর পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে আবার হুঁশিয়ারি এসেছে, বাংলাদেশ সেই জোটে গেলে ঢাকা-বেইজিং সম্পর্কের ‘ক্ষতি’ হবে।

চীনের আধিপত্য ঠেকানোর লক্ষ্য নিয়ে ইন্দো-প্যাসিফিক কৌশল (ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি-আইপিএস) তৈরি করে যুক্তরাষ্ট্র। জো বাইডেন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের ওই কৌশলে পরিবর্তনও আনা হয়। যুক্তরাষ্ট্রের এ ইন্দো-প্যাসিফিক কৌশলের পথ ধরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপানসহ বিভিন্ন দেশ এর আগে তাদের কৌশলপত্র প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র শুরু থেকেই চায় বাংলাদেশ অন্যান্য আঞ্চলিক দেশের মতো তাদের কৌশলগত জোটে অংশ নিক। ২০১৮ সাল থেকেই দেশটি সে আহ্বান জানিয়ে আসছে। ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে টানতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানসহ বিভিন্ন দেশের প্রচেষ্টা দেখা গেলেও সরকার স্পষ্ট করে কিছু বলেনি।

সর্বশেষ শিরোনাম

শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নয়: কাদের Sun, Dec 03 2023

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা: প্রধানমন্ত্রী Sun, Dec 03 2023

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা Sun, Dec 03 2023

সংসদ নির্বাচনে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: বিএনপি Sat, Dec 02 2023

বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন : কাদের Sat, Dec 02 2023

ওসিদের পর সব ইউএনও-কে বদলি করল ইসি Sat, Dec 02 2023

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী Sat, Dec 02 2023

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Dec 02 2023

পরিষ্কার হলো বাইশটেকি-জয়নগর খাল Sat, Dec 02 2023

যুক্তরাষ্ট্রের শ্রমনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী Sat, Dec 02 2023