Bangladesh

প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নেয়া হয়েছে তোফায়েল আহমেদ
সংগৃহিত প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ

প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নেয়া হয়েছে

Bangladesh Live News | @banglalivenews | 04 Sep 2021, 11:04 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২১: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার ভারতের রাজধানী দিল্লি নেয়া হয়েছে। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের এ কথা জানান। এসময় তিনি বলেন, প্রবীন নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে।

এর আগে স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল।

এদিকে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ তার ফেসবুক স্টাটাসে জানিয়েছেন, প্রিয় নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। দিল্লীর অদূরে হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের অধীনে তার চিকিৎসা চলছে। দুপুরে ভারতে বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইমরান তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি এখন ভালো আছেন, তার জন্য সবার দোয়া চেয়েছেন।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। ৭৭ বছর বয়সি তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024