Bangladesh

শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি: পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী
ছবি: সংগৃহিত

শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি: পরিকল্পনা মন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 21 Oct 2023, 12:21 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ অক্টোবর ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে আজ ঘুমাতে পারছি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ৭৫’র আগে এবং পরে এ দেশে যত উন্নয়ন তার সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন স্বাধীন দেশ, আর তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নশনশীল দেশ। শেখ হাসিনার সরকার আপামর জনসাধারণ ও গরিব-দুঃখী মেহেনতি মানুষের সরকার।

শুক্রবার খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোবা এলাকায় আন্তঃজেলা ফেরিঘাটের উদ্বোধন ও বানিশান্তা বাজার মন্দির মাঠ প্রাঙ্গণে বানিশান্তা ইউনিয়ন পরিষদ এবং ৩০০ একর ফসলি জমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, উন্নয়ন করতে হবে, তাই বলে কৃষকের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের কোথাও আর সাঁকো থাকবে না, প্রতিটি স্থানে ব্রিজ নির্মাণ করে জনগণের যাতায়াতকে সহজতর করা হবে। গ্রাম হবে শহর।

তিনি আরও বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, পরিবেশ উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন সেগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব। এ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের আমুল পরিবর্তন ঘটিয়েছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পগুলো আংশিক চালু করেছে। আর দাকোপ-বটিয়াঘাটাবাসীর প্রাণের দাবি ঝপঝপিয়া নদীতে খুব শিগগির সেতু নির্মাণের কাজ শুরু হবে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ এ দেশে চলবে না, শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আমাদের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বানিশান্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, পিএসএফ এর পরিচালক নমিতা হালদার (এনডিসি), দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024