Bangladesh

আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না : শেখ হাসিনা শেখ হাসিনা
পিআইডি

আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না : শেখ হাসিনা

Bangladesh Live News | @banglalivenews | 04 Nov 2020, 08:07 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ০৪ নভেম্বর ২০২০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি এবং আমার ছোট বোন রেহানারবিচার চাইতে পারিনি। আমাদের বিচার চাওয়ার অধিকারও ছিল না’। বুধবার (৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রেহানার পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।

বিচারকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অল্প সময়ে, অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচারপ্রাপ্তি মানুষের অধিকার। যদি দ্রুত সময়ে, অল্প খরচে বিচারকাজ শেষ করতে পারেন তাহলে বিচার বিভাগের ওপরই মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। যদিও আমাদের আস্থা-বিশ্বাস আছে, তারপরও আমি বলব এ বিষয়ে সবাইকে একটু বিশেষ নজর দিতে।’

তিনি বলেন, ‘এত মামলা যেন এভাবে জমে না থাকে। কীভাবে দ্রুত সময়ের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন করা যায় সে ব্যাপারে একটু আন্তরিক হবেন এবং ব্যবস্থা নেবেন। এজন্য যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয়, সেটা আমরা সরকারের পক্ষ থেকে করব। এতগুলো মামলা এভাবে পড়ে থাকুক সেটা আমরা চাই না। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু আইন সভার সদস্য, সেখানে আইন প্রণয়ন বা আইন সংস্কার বা যেখানে যা করা দরকার সেগুলো সব আমরা করতে প্রস্তুত। সরকার হিসেবে আমাদের যা দায়িত্ব সে দায়িত্বও আমরা সবসময় পালন করতে প্রস্তুত।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, দেশের মানুষ ভালো থাকে, স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নত জীবন পায়। সেই প্রত্যাশা করি’।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024