Bangladesh

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি চিঠি দিলে আলোচনা করব : ইসি আলমগীর ইসি আলমগীর
ছবি: সংগৃহিত

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি চিঠি দিলে আলোচনা করব : ইসি আলমগীর

Bangladesh Live News | @banglalivenews | 30 Mar 2023, 05:16 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ মার্চ ২০২৩ : নির্বাচন কমিশন (ইসি) সংলাপের প্রস্তাব দিয়ে বিএনপিকে দুই দফা চিঠি পাঠিয়েছে। তবে দলটি ইসির সংলাপে অংশ নেয়নি। আবারও বিএনপিকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি। এর পেরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে জানিয়েছেন, ইসি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ভেবে দেখবেন।

বিএনপির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, ‘এ বিষয়ে (তত্ত্বাবধায়ক সরকার) তারা (বিএনপি) আমাদের কিছু বলেননি। এটি যদি আমাদের চিঠি দিয়ে তারা বলেন, তাহলে আমরা আলোচনা করে দেখব।’ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি মো. আলমগীর বলেন, ‘তারা (বিএনপি) তো এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। কমিশন গঠনের পরে সব রাজনৈতিক দলের সঙ্গেই তো আমাদের কাজ। প্রত্যেকটা দলের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হবে। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবো। এটিই আমাদের কাজ।

তিনি বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে, তারা (বিএনপি) আসেনি। আরেকবার চিঠি দেওয়া হয়েছে, তবুও আসেনি। আমরা তৃতীয়বার চিঠি দিলাম, যদি তারা আসেন... আলোচনা করেন..। আর তাদের রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই, সেটি চিঠিতেও বলা আছে।’

মো. আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলতো স্বাধীন। দেশের প্রচলিত আইন অনুযায়ী- যেকোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন। তারা যদি মনে করেন যে, আমরা এ বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী, সেটি আমাদের বললে আমরা বসবো। যদি আমরা দেখি আলোচনা করা যেতে পারে, তাহলে আলোচনা হবে। আমাদের কিছু করণীয় থাকলে অবশ্যই শতভাগ চেষ্টা করবো’।

নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলের বিষয় জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে জোর করে নির্বাচনে আনার আইনগত অধিকার ইসির দেওয়া হয়নি। কোনো দল কৌশলগত কারণে নির্বাচনে না আসলে কমিশনের কি কোনো ক্ষমতা আছে, তাকে জোর করে আনার? হ্যাঁ, কমিশনের যেটা আইনে আছে, সেটা হলো কোনো দল যদি পরপর দুবার নির্বাচন বর্জন করে, তাহলে তাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে কমিশন। কিন্তু কোনো দল যদি নির্বাচনে না আসে, কমিশনের তো কোনো কিছু করার নেই।’

সর্বশেষ শিরোনাম

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ Sat, Jun 03 2023

ধানমন্ডি লেক থেকে নাবালকের লাশ উদ্ধার Sat, Jun 03 2023

চট্টগ্রাম, সিলেট সহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস Sat, Jun 03 2023

বাংলাদেশে ৬৬ দিন পরে কোভিডে ২ জনের মৃত্যু Sat, Jun 03 2023

শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন Sat, Jun 03 2023

সাবেক মন্ত্রী আফসারুল আমিন মারা গেছেন Fri, Jun 02 2023

কক্সবাজারে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা Fri, Jun 02 2023

সিলেটে ব্যবসায়ী খুন: ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার Fri, Jun 02 2023

চট্টগ্রাম: সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে ছাই Fri, Jun 02 2023

তারাকান্দায় নির্বাচনী সংঘর্ষ-গোলাগুলির পর ১৪৪ ধারা জারি, প্রচার বন্ধ Fri, Jun 02 2023