Bangladesh

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৩ জন নিহত Lightning Strikes
Felix Mittermeier/Unsplash

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৩ জন নিহত

Bangladesh Live News | @banglalivenews | 05 Jun 2021, 09:29 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ জুন ২০২১: বজ্রপাতে সারা দেশে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জামালপুরের বকশীগঞ্জে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে মা-ছেলেসহ ৩, বাগেরহাটের শরণখোলায় ১ জন, নেত্রকোনায় ১ শিশু, সিরাজগঞ্জে ২ জন ও দিনাজপুরের বিরামপুরে ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বিভিন্ন জেলা থেকে পাওয়া খবরে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জে শুক্রবার বৃষ্টির সময় বজ্রপাতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে কৃষক হরবাদশা মিয়া (৫০), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০), ভাটি কলকীহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫), দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) ও মেলান্দহ উপজেলার কাজিম উদ্দিনের ছেলে তাজেল মন্ডল (৪০)।

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বিকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের রানা আলীর স্ত্রী এ্যানি বেগম (২৬), তার ছেলে নূর মোহাম্মদ (৬) ও চরবাগডাঙা ইউনিয়নের বাখর আলী গ্রামের আবদুল মতিনের ছেলে ইয়ামিন আরাফাত (১০)। এরা সবাই ঝড়ে আম কুড়াতে গিয়ে মারা যান।

বাগেরহাটের শরণখোলায় মাঠে গরু আনতে গিয়ে মো. আবুবক্কর খান (২৮) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার ৩নং-রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বুড়ির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে আশা মনি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সেলিনা খাতুন (৫০) নামের এক নারী দগ্ধ হন। তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালা ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচান মিয়ার ছেলে আবদুল আলিম (৩৭)।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্ষেতে মরিচ তোলার সময় বজ্রপাতে বাধন রায় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকদুর্গা রামসাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাধন রায় ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024