Bangladesh

জীবন থাকতে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেব না : ওবায়দুল কাদের বাংলাদেশ
ফাইল ছবি

জীবন থাকতে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেব না : ওবায়দুল কাদের

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 12 Mar 2023, 04:48 pm

ঢাকা, ১২ মার্চ ২০২৩ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল।

৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার দিয়েছিল। যারা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল তাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব না। আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এই অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।

শনিবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনগণ খুশি থাকলে বিএনপি বেজার। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এ জন্যই বিএনপি বেজার। তিনি বলেন, বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? মানববন্ধনে, পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানববন্ধনে। দিশেহারা পথিক। কোথায় যাবে এখন?

বিএনপি ফান্দে পড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একদিকে লন্ডনের ফরমায়েশ অন্যদিকে টাকাওয়ালাদের টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। চোখে অন্ধকার দেখছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধানের শীষের আরেকনাম পেটে বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ। তিনি বলেন, বিএনপি এখন দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমে নাই। মুখের বিষ আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে।

ওবায়দুল কাদের বলেন, লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। আজকে এ ভরা রোদের মধ্যে বঙ্গবন্ধুকন্যাকে এক নজর দেখার জন্য সারা ময়মনসিংহের অগণিত মানুষ ছুটে এসেছে। আজকে আবারও প্রমাণ হয়েছে ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্ভেদ্য ঘাঁটি, দুর্জয় ঘাঁটি।

তিনি বলেন, ময়মনসিংহের মানুষ এর আগে এত উন্নয়ন দেখেনি। নৌকায় ভোট দেওয়ার কারণে ময়মনসিংহের গ্রাম এখন শহর। ময়মনসিংহের ঘরে ঘরে আগে ছিল অন্ধকার আর এখন বিদ্যুতের আলো। হাতে হাতে মোবাইল। ঘরে ঘরে ইন্টারনেট। ইউনিয়নে ডিজিটাল কেন্দ্র।

সর্বশেষ শিরোনাম

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় Wed, Mar 27 2024

ঈশ্বরদীর রেল ক্রসিংয়ে ২ ট্রেনের সংঘর্ষ: ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত Wed, Mar 27 2024

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্র গর্বিত: ব্লিঙ্কেন Wed, Mar 27 2024

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Wed, Mar 27 2024

আর হচ্ছে না রাজাকারের তালিকা Wed, Mar 27 2024