Bangladesh

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 19 Jan 2023, 06:07 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সবার জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সবাই যাতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ১৩ জেলার ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানের পাশাপাশি ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে তিনি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, আমি এর আগে দুই ধাপে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছি। সব মানুষকে বিনামূল্যে আধুনিক ও উন্নত চক্ষু চিকিৎসার আওতায় আনার জন্য পর্যায়ক্রমে সারাদেশে কমিউনিটি ভিশন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা তৃণমূল মানুষের দোরগোড়ায় চোখের মেডিকেয়ার পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কমিউনিটি ভিশন সেন্টার থেকে চিকিৎসা নিয়ে অনেকেই অন্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছেন। এটি জাতি হিসেবে আমাদের জন্য বড় অর্জন।

স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন নিশ্চিতে ও সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা তার সরকারের পদক্ষেপের মধ্যে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে ৫ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ঢাকা মেডিকেল কলেজের মানোন্নয়ন-সংক্রান্ত কাজ এখনো শুরু করতে পারিনি। আশা করছি, শিগগির শুরু হবে।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে চারটি ও খুলনা বিভাগে একটি রয়েছে।

কমিউনিটি ভিশন সেন্টার থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ জন চোখের চিকিৎসা নিয়েছেন। এছাড়া ২ লাখ ১০ হাজার ৮৬৮ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি আইভিশন সেন্টারের পক্ষ থেকে চোখের চিকিৎসা সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024