Bangladesh

পারলে ৩০০ আসনেই ইভিএম ব্যবহার করতাম : ইসি আলমগীর ইসি আলমগীর
ফাইল ছবি ইসি আলমগীর, ইনসেটে ইভিএম

পারলে ৩০০ আসনেই ইভিএম ব্যবহার করতাম : ইসি আলমগীর

Bangladesh Live News | @banglalivenews | 26 Sep 2022, 02:08 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২২ : শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমরা পারলে ৩০০ আসনেই ইভিএম ব্যবহার করতাম। টাকা (ইভিএম কেনার জন্য) নেই। আবার ট্রেনিংও (ইভিএম ব্যবহারে) সম্পন্ন করতে পারবো না। আরও দুবছর আগে দায়িত্বে এলে ৩০০ আসনে ইভিএমে ভোট দিতাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইভিএমে ওভাররাইট করার সুযোগ নেই। এখানে ওভাররাইটের বিষয়ও নেই। কারও আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং কর্মকর্তা আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার অনুমতি দেন। তার আগে সংশ্লিষ্ট ভোটারের পরিচিতি এনআইডি নম্বর দিয়ে শনাক্ত করা হয়। অথচ টক শোতে অনেকে বলছেন ওভাররাইট করা যায়।

তিনি বলেন, অনেকে বলছেন প্রিজাইডিং কর্মকর্তা এটাকে (ওভাররাইট) ৫০ শতাংশ পর্যন্ত করতে পারেন। কিন্তু আপনারা এসে দেখেন, যা চাইবেন আপনাদের সেটাই পরীক্ষা করতে দেবো, দেশে-বিদেশের এক্সপার্ট নিয়ে আসেন, দেখেন। আবার বলা হয়, মামলা হলে কীসের ভিত্তিতে হবে। ভিপি ট্রেইল তো নেই। আমাদের ইভিএমের চেয়ে ভালো ব্যবস্থা আছে। নির্বাচনের পর এক বছর পর্যন্ত সিলগালা অবস্থায় থাকবে। এখান থেকে কোন মার্কায় কখন কত ভোট পড়েছে সব প্রিন্ট করা যাবে’।

ইসি আলমগীর আরও বলেন, ইভিএম নিয়ে বিশ্বাস কিন্তু ভোটাররা করে। কোথাও দেখেছেন এটা নিয়ে প্রতিবাদ করতে, মিছিল করতে? যারা লিখছেন তারা তো ইভিএম দেখেনইনি, শুনেনওনি। তারপরও লিখে ফেলছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের টার্গেট সুষ্ঠু নির্বাচন করা। ইভিএমে ছিনতাই, জাল ভোট দেওয়ার সুযোগ নেই। তাই ওখানে যাবে না। যাবে ওইখানে, যেখানে ব্যালট পেপারে ভোট হবে। আমরা সেজন্যই ব্যালটেও যাবো, সেখানে ফোর্স বেশি মোতায়েন করবো। ইভিএমের আসনগুলোতে এতো ফোর্স লাগবে না, সেগুলো আমরা ব্যালটের আসনগুলো ভাগ করে দেবো।

সর্বশেষ শিরোনাম

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা Thu, Dec 07 2023

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠিতে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ Wed, Dec 06 2023

বাংলাদেশ সীমান্তে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Wed, Dec 06 2023