Bangladesh

ডাক্তারদের মন্ত্রী হয়ে ডাক্তার না হতে পারার বেদনা ঘুচেছে জাহিদ মালেকের জাহিদ মালেক
ছবি: সংগৃহিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডাক্তারদের মন্ত্রী হয়ে ডাক্তার না হতে পারার বেদনা ঘুচেছে জাহিদ মালেকের

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2022, 05:38 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২২: শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একসময় মেডিকেলে ভর্তি হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই। কারণ, ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি। আল্লাহর কী লীলা খেলা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কুমিল্লা মেডিকেলে আমার অনেক স্মৃতি। আমার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি এখানে মেডিকেলেও ভর্তি হয়েছিলাম, কিছুদিনের স্মৃতি আছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনেক অভিযোগ, আমাদের এটা নেই, ওটা নেই। এগুলোর কোনো সমস্যা থাকবে না। এখন তো শিক্ষার্থীদের গণ টয়লেট, এটা আর থাকবে না। বর্তমান সময়ে এসে গণ টয়লেট চলে না, এইদিন ভুলে যেতে হবে। আগামী দিনে প্রতিটি ছাত্রের জন্য একটা করে টাইলস করা টয়লেট থাকবে। বই রাখার আলাদা জায়গা থাকবে।

জাহিদ মালেক বলেন, করোনার সময়ে যখন আমরা সিদ্ধান্ত নিলাম, মেডিকেল কলেজের পরীক্ষা নেব, তখন আমার মোবাইলে অন্তত ১০ হাজার গালি আসে শিক্ষার্থীদের কাছ থেকে। আমি বলেছিলাম, এটা করব। এমনকি আমি সেটা করেছি, যার সুফল এখন পাওয়া যাচ্ছে।

মন্ত্রী বলেন, স্কুল-কলেজসহ প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীরা অটোপাস পেয়েছে, কিন্তু মেডিকেলে কোনো অটোপাস নেই। আমি থাকতে কোন অটোপাস হবে না। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি, ইট-বালু সিমেন্ট নিয়ে কাজ করি না।

চিকিৎসক-নার্স নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, তিন বছর আগেই আমাদের সরকারি চিকিৎসক ছিল ১৫ হাজার, বর্তমানে সেই সংখ্যা ৩৪ হাজারে এসে দাঁড়িয়েছে। যেখানে গত এক বছরেই ১০ হাজার হয়েছে। আমাদের টোটাল নার্স ছিল ১৮ হাজার, এখন আছে ৪৬ হাজার। এটিও হয়েছে গত তিন বছরে। মানুষ এ অল্প সময়ে আর কী করতে পারে?

সর্বশেষ শিরোনাম

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের Wed, Nov 29 2023

জলবায়ুর অভিঘাতে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর Wed, Nov 29 2023

আইনজীবী-বিচারপ্রার্থীদের ক্ষতি করতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় : পুলিশ Wed, Nov 29 2023

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023