Entertainment

১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’ বিউটি সার্কাস
ছবি: সংগৃহিত

১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’

Bangladesh Live News | @banglalivenews | 23 Sep 2022, 05:03 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২২ : অবশেষে দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’।

মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে প্রচারণায় নিয়মিত রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সিনেমাটির সব কলাকুশলী। সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মসলা।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, মুক্তির আগেই বিউটি সার্কাস নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আশা করছি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করবেন।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার, মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ করেন মাহমুদ দিদার। এজন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করতে হয়েছিল।

২০১৭ সালে নির্মাণকাজ শুরু হলেও সিনেমাটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত এ সিনেমার মুক্তি।

সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

সিনেমাটির তিনটি গান গেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল। সিনেমাটির পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।