Entertainment

স্বাধীনতা সংগ্রামের উপর ডকু-ফিকশন

স্বাধীনতা সংগ্রামের উপর ডকু-ফিকশন

| | 19 Aug 2013, 12:48 pm
ঢাকা, অগাস্ট ১৯ ঃ বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামকে বিষয় করে চলচ্চিত্র, তথ্যচিত্র, টেলি-নাটকসহ বিভিন্ন ধরনের বেশ কিছু সৃষ্টিমূলক কাজকর্ম হয়েছে গত চার দশকে। এবার সেই তালিকায় নবতম সংযোজন, ডঃ এনামুল হকের চিন্তার উপর ভিত্তি করে অভিনেত্রী-পরিচালিকা হৃদি হক লিখিত এবং নির্দেশিত টেলিভিশন সিরিয়াল, '১৯৭১ ঃ সেইসব দিনগুলো।' স্বাধীনতা-যুদ্ধের সময় দেশের তখনকার ছবি ফুটিয়ে তোলার এবং সংগ্রামরত মানুষের জীবনের কথা তুলে আনার চেষ্টা করা হয়েছে এই ছবিটিতে।

 গবেষণাভিত্তিক এবং উপন্যাসধর্মী চিত্রনাট্যের এই ডকু-ফিকশনটিতে স্বাধীনতা সংগ্রামের কিছু ফুটেজ এবং তথ্য প্রদর্শিত হবে এবং প্রতিটি নির্দিষ্ট সংখ্যক পর্বের পরে থাকবে সুবর্না মুস্তাফির সঞ্চালনায় কোনও একজন স্বাধীনতা সংগ্রামী অথবা যুদ্ধের প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউ। এপিসোডগুলির শ্যুটিং হয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এবং গাজিপুরে।

 
ছবির বিখ্যাত কুশীলবঃ আতাউর রহমান, ঝুনা চৌধুরি, মোশারফ করিম, লিটু আনম, সজল, রোমানা, তাঞ্জিকা আমিন, শাজু খাদেম, সাজ্জাদ রেজা, সমিতা, প্রসূন আজাদ, নিলুফার বানু লিলি, পারভিন লোপা এবং জাকির রণি।
 
টিকেট প্রোডাকশন হাউজের ব্যানারে প্রযোজিত এই সিরিয়ালটি চ্যানেল আই-তে ২৮শে অগাষ্ট থেকে দেখানো হবে। অগাষ্টের ২৫ তারিখে হবে এর প্রিমিয়ার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে।