Entertainment

উদয়শঙ্করের নৃত্যশৈলি নিয়ে ওয়ার্কশপ

উদয়শঙ্করের নৃত্যশৈলি নিয়ে ওয়ার্কশপ

| | 26 Aug 2013, 02:50 pm
ঢাকা, অগাস্ট ২৬ ঃ মহান ধ্রুপদী নৃত্যশিল্পী উদয়শঙ্করের নৃত্যশৈলির উপর ছ'দিনের একটি ওয়ার্কশপ শুরু করেছে নৃত্যশিক্ষা কেন্দ্র, ধৃতি। ধানধাধানমন্ডির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এই ওয়ার্কশপ পরিচালনা করছেন কলকাতা থেকে আসা বিশিষ্ট নৃত্যশিল্পী জয়দীপ পালিত এবং মৈত্রালী চক্রবর্তী।

 যশস্বী মণিপুরী নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় চলা ধৃতি নর্তনালয় বেশ কয়েকবছর ধরেই দেশের সাংস্কৃতিক মহলে একটি পরিচিত নাম। বিভিন্ন ধ্রুপদী নৃত্যশৈলির সংমিশ্রনের সঙ্গে সমসাময়িকতার মিলনে এই সংস্থার প্রযোজনাগুলি বিশিষ্টতা পেয়েছে।

 
বিশ্বখ্যাত সেতার শিল্পী রবিশঙ্করের অগ্রজ উদয়শঙ্কর গত শতাব্দীর প্রথম বছরে ভারতের রাজস্থানে জন্মগহণ করেছিলেন।নৃত্যশিল্পী হিসেবে তাঁর খ্যাতি কালক্রমে  ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। পাশ্চাত্ত্য নাট্যধর্মী নাচের প্রকরণের সঙ্গে মনিপুরি ও কথাকলির মত বিভিন্ন ভারতীয় ধ্রুপদী নৃত্য-আঙ্গিকের মিলন ঘটিয়ে এক আধুনিক নৃত্য ধারার প্রবর্তক হিসেবে ভারতকে বিশ্ব মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।