Entertainment

৩০০ কোটি ক্লাবে নাম লেখালো আমিরের দঙ্গল

৩০০ কোটি ক্লাবে নাম লেখালো আমিরের দঙ্গল

| | 01 Jan 2017, 12:46 pm
মুম্বাই, জানুয়ারি ১ঃ মাত্র নয় দিন রিলিজ হওয়ার মাঝেই ৩০০ কোটি ক্লাবে নিজের নাম লিখে ফেলেছে আমির খানের ‘দঙ্গল’।

বিদেশ ও ভারতের মাটিতে দুর্দান্ত বাজার করে এই টাকা শনিবার পর্যন্ত কামিয়েছে দঙ্গল।

মোট ৩৫৪ কোটি ২১ লাখ রুপি আয় করেছে এই ছবি।

এই ছবি ভারতে শনিবার পর্যন্ত আয় করেছে ২৩১ কোটি ৬২ লাখ রুপি।

 

এই তথ্যগুলি নিজের টুইটার এজে জানিয়েছেন চিত্র সমালোচক তরণ আদর্শ।

 

নিতেশ তিওয়ারি  এই ছবির পরিচালনা করেছেন।

 

ছবিতে আমির খানকে দেখা গেছে কুস্তীগিরের ভূমিকায়।

 

আমির ছাড়াও, অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও সাক্ষী তানওয়ার।

 

গত বছর ডিসেম্বর ২৩ মুক্তি পেয়েছিল দঙ্গল।

 

দুই বছর পড়ে এই ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন আমির।