Entertainment

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়
ফাইল ছবি

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

Bangladesh Live News | @banglalivenews | 27 Oct 2020, 03:45 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ অক্টোবর ২০২০: প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা খুবই সঙ্কটজনক। তাকে পুরো ভেন্টিলেশনে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।

তার কিডনি সঠিকভাবে কাজ করছে না এবং এমনকি প্রস্রাবও স্বাভাবিক ছিল না। তিনি এছাড়াও নিউমোনিয়ায় ভুগছেন।

এই কিংবদন্তি দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন। পরে করোনাভাইরাসের রিপোর্ট নেতিবাচক আসায় তাকে কোভিড ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়।

কিন্তু তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়।