Entertainment

বানভাসি মানুষের সহায়তায় চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন সিলেটে বন্যা
ছবি: সংগৃহিত সিলেটে ত্রাণ সামগ্রী নিয়ে নৌকায় চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, জেসমিন প্রমুখ

বানভাসি মানুষের সহায়তায় চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন

Bangladesh Live News | @banglalivenews | 24 Jun 2022, 10:44 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ জুন ২০২২: বন্যার কারণে গত কয়েকদিন ধরে দুর্বিষহ সময় পার করছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।

বুধবার (২২ জুন) বানভাসি মানুষের জন্য সহায়তা নিয়ে সিলেটে ছুটে গেছেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন। সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রি তুলে দিয়েছেন তারা। সেই সঙ্গে দিয়েছেন নগদ অর্থও।

সেখানে এক বাড়িতে ত্রাণ দিতে গিয়ে কিছু ভেড়া ও ভেড়ার বাচ্চার দেখা পান তারা। এই ভেড়াগুলোও বন্যার কারণে দুর্বিষহ দিন পার করছে। অবলা প্রাণীগুলোকে দেখে বেশ মায়া হচ্ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ ও সাইমনের। এ সময় কাছে গিয়ে একাধিক ভেড়ার বাচ্চাকে কোলে তুলে নেন তারা। বাচ্চাগুলোর মুখে হাত বুলিয়ে দেন দুই চিত্রনায়ক। বুকে টেনে দেন গভীর মমতায়।

ঢাকা পোস্টকে সাইমন বলেন, ‘সিলেটের লেংগুড়া হাওর নামের এক জায়গায় ত্রাণ দিতে গিয়ে আমরা ভেড়াগুলোকে দেখি। বন্যায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ভেড়াগুলোও খুব কষ্ট পায়। সেখানে আমরা সাহায্যও পৌঁছে দিয়েছি। ভেড়ার বাচ্চাকেগুলোকে কোলে নিয়েছি ভালোবাসা থেকেই। এটা অন্যরকম অনুভূতি ছিল আমাদের জন্য।’

প্রসঙ্গত, এর আগে ঢাকাই সিনেমার আরও কয়েকজন তারকা বন্যার্তদের সহায়তা দিয়েছেন। চিত্রনায়ক অনন্ত জলিল ৩০ লাখ টাকার সহযোগিতার ঘোষণা দিয়েছেন, খল অভিনেতা ডিপজল দিচ্ছেন ১০ ট্রাক খাবার। এছাড়া সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানও সহায়তা পাঠিয়েছেন।