Entertainment

টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা কোভিড-১৯ ভ্যাকসিন
সংগৃহিত টিকা নিচ্ছেন অভিনেত্রী আনোয়ারা

টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2021, 11:03 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ মার্চ ২০২১: করোনাভাইরাসের টিকা নিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা। মঙ্গলবার (২ মার্চ) নগরীর একটি হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে রোমানা রাব্বানি মুক্তি।

আনোয়ারা টিকা গ্রহণের খবর জানিয়ে রোমানা রাব্বানি মুক্তি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আম্মা কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলেন, তিনি সুস্থ আছেন আর আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।’

এর আগে শোবিজ অঙ্গনের বেশ কজন বরেণ্য শিল্পী টিকা গ্রহণ করেছেন। এ তালিকায় রয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, সাংসদ ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফেরদৌস ওয়াহিদ, নগর বাউল জেমস, চিত্রনায়ক নাঈম, চিত্রনায়িকা শাবনাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, তাহসান খান প্রমুখ।