Entertainment

চিত্রনায়িকা একা আর একা নন বিয়ে
সংগৃহিত চিত্রনায়িকা একা

চিত্রনায়িকা একা আর একা নন

Bangladesh Live News | @banglalivenews | 24 Jan 2023, 10:51 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৩: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। তবে এবার সংবাদের শিরোনামে এলেন শুভ সংবাদ দেওয়ার মাধ্যমে। একা আর একা নন, বিয়ে করেছেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছেন সেকথা।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।’

একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং-এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পায়নি। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

জানা গেছে, একার বাসায় তিন মাস ধরে কাজ করেন ওই গৃহকর্মী। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন চিত্রনায়িকা একা।

সর্বশেষ শিরোনাম

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’ Wed, Mar 22 2023

প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা নিয়ে ডিবি কার্যালয়ে চিত্রনায়ক সাকিব খান Tue, Mar 21 2023

বিমান বন্দরে গ্রেফতার নায়িকা মহি, দুপুরে কারাগারে, বিকেলে জামিন Sat, Mar 18 2023

হিজাব পরা নিয়ে আলোচনায় মিম Fri, Mar 17 2023

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ Thu, Mar 16 2023

শিল্পকলার পরিচালক হলেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল Tue, Mar 14 2023

ফেরদৌসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা Tue, Mar 14 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী Fri, Mar 10 2023

সাকিবকে শুভেচ্ছায় ভাসালেন সুবর্ণা মুস্তাফা Thu, Mar 09 2023

মাসুম বাবুল আমাকে মজা করে ‘মা দুর্গা’ ডাকতেন: শাবনূর Wed, Mar 08 2023