Entertainment

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চিত্রনায়িকা নিপুণ ও সাবিলা বঙ্গবাজারের আগুন
সংগৃহিত চেক কাটছেন নিপুন ও সাবিলা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চিত্রনায়িকা নিপুণ ও সাবিলা

Bangladesh Live News | @banglalivenews | 08 Apr 2023, 08:24 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ এপ্রিল ২০২৩ : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ১ লাখ টাকায় পোড়া শাড়ি কিনলেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী সাবিলা নূর।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার বৃহস্পতিবার তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যানন্দকে ধন্যবাদ।

এরই মধ্যে বিদ্যানন্দের মাধ্যমে জনপ্রিয় শিল্পী তাহসান খান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে থাকার উদ্যোগের কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান।

এদিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ১ লাখ টাকায় পোড়া শাড়ি কিনেছেন অভিনেত্রী সাবিলা নূর। শোবিজ অঙ্গনের অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যানন্দের পেজে পোস্টে লেখার শিরোনাম নাম হচ্ছে, ‘পোড়া শাড়ির দাম এক লাখ টাকা!’ এরপর পোস্টে লেখা হয়েছে, জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চেয়েছেন।

সাবিলা নূর বলেন, হয়তো আমার মতোই মেয়ে আছে তাদের। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে তাদের। তার সে স্বপ্নটা যেন না ভাঙে, ঈদের আগে দুঃখে যেন না থাকে।

এ প্রসঙ্গে বিদ্যানন্দের ভাষ্য, বিপদে মানুষে পাশে দাঁড়ানোর সহজাত প্রবৃত্তিকে অনুপ্রেরণা যোগাতে চায় বিদ্যানন্দ।