Entertainment

কোলকাতার ছবিতে কাজ করছেন অপু

কোলকাতার ছবিতে কাজ করছেন অপু

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2018, 10:10 am
কোলকাতা, জুন ৪ঃ আগামী কিছুদিন পরে ভারতের কোলকাতার একটি ছবিতে কাজ করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসকে।

সংগীতশিল্পী নচিকেতার গল্পে ‘শটকার্ট’ ছবিতে অভিন্য করবেন উনি।


পরিচালক সুবীর মণ্ডল এই ছবির নির্মাণ করেছেন।

 

অভিনেতা পরমব্রত চট্টেপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু এই ছবিতে অভিন্য করেছেন।

 

সংবাদ মাধ্যম খবর সুত্রে জানা গেছে অপু এই ছবিতে  এক মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন।

 

সোমবার উনি কোলকাতা পারি দেন।

 

এই ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নচিকেতা নিজে।

 

Image: Wikimedia commons