Entertainment

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’
বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১৬ মার্চ ২০২৩: নাটকের নায়ক-নায়িকা বাস্তবেও জুটি বাঁধছেন। এরা হচ্ছেন- আরশ খান ও তানিয়া বৃষ্টি। শোবিজে চলছে এ প্রজন্মের এই দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খান। বিয়ে করেছেন বলেও খবর হয়েছে। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।
এদিকে প্রেম, দ্বন্দ্ব, সংঘাত আর হাস্যরস নিয়ে পরিচালক আদিফ হাসান নির্মাণ করেছেন নাটক ‘পাঁজর’। পরিচলানার পাশাপাশি রচনা ও চিত্রনাট্যও করেছেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। বিআরবি হসপিটাল নিবেদিত নাটকটি প্রচার হয় বৃহষ্পতিবার রাত ১০টায় বৈশাখী টিভিতে। নাটক যেন বাস্তবের প্রতিচ্ছবি।
নাটকটির গল্পে দেখা যায়, তানিয়া বৃষ্টিকে প্রথম দেখাতেই ফিদা হয়ে যায় আরশ। এরপর ক্লাসে দেখা, দেখা থেকে একটু একটু করে কথা বলার চেষ্টা তারপর প্রেমের অফার। বিষয়টি ভালো লাগে না তানিয়ার। ছেলেটির চালচলন, আচার-আচরণ বখাটেদের মতো লাগে। কিন্তু একদিন ভুল ভাঙে তার। যখন জানতে পারে ছেলেটি আসলে মানবিক মানুষ। যেসব ছেলে টাকার অভাবে পড়তে পারে না, খেতে পারে না, বই কেনার সামর্থ্য নেই তাদের সবাইকে সাহায্য করে আরশ। এসব দেখে ভালো লাগে তানিয়ার। আরও অজানা জানার কৌতূহল নিয়েই মিশতে শুরু করে তানিয়া। একদিন হাঁটু গেড়ে বসে লাল গোলাপ নিয়ে ভালোবাসার প্রস্তাব দেয় আরশ। তানিয়া তা গ্রহণ করে। এরপর আরশের খুশি আর দেখে কে? ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্ধুদের সামনে এক বান্ধবীকে বুকে জড়িয়ে ধরে অভিনয় করে দেখায়। দৃশ্যটি এসে দেখে ফেলে তানিয়া।
আরশ তানিয়ার সামনে গিয়ে দাঁড়ালে তানিয়া কষে চড় মারে আরশের গালে। তাকে চরিত্রহীন ভণ্ড অপবাদ দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর থেকে আর ক্লাসে আসে না তানিয়া। আরশ অস্তির হয়ে পড়ে, তানিয়াকে একনজর দেখার জন্য বুক চিনচিন করে। হাজির হন যেখানে তানিয়া থাকেন। দেখা তানিয়ার রুমমেট বান্ধবীর সাথে। সে জানায়, তানিয়া গ্রামের বাড়ি চলে গেছে আর ফিরে আসবেন না। গ্রামের বাড়ি কোথায়? জানতে চায় আরশ। মেয়েটি বলে আমি কিছুই জানি না। শুধু জানি তাদের বাড়ি মধুপুর। বন্ধুদের নিয়ে মধুপুরের উদ্দেশে যাত্রা করে আরশ। খুঁজে খুঁজে পেয়েও যান। গিয়ে দেখেন বিয়ের আয়োজন চলছে তানিয়ার। এরা তানিয়ার বন্ধু শহর থেকে এসেছে, ভেতরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি। আরশ খান, তানিয়া বৃষ্টি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মুন্না আহসান, সিনথিয়া চৌধুরী ও জেসমিন।