Entertainment

নিপুণ সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়ায় এফডিসিতে শিল্পীদের উল্লাস নিপুন | সাধারণ সম্পাদক
সংগৃহিত নিপুনের পক্ষে রায় যাওয়ায় শিল্পীদের উল্লাস

নিপুণ সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়ায় এফডিসিতে শিল্পীদের উল্লাস

Bangladesh Live News | @banglalivenews | 22 Nov 2022, 12:34 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২২ নভেম্বর ২০২২: দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ। পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে নির্বাচন নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের। অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করে সম্পাদক হিসেবে নিপুণ আক্তার দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ দেন।

এ রায়ের পর সোমবার (২১ নভেম্বর) বিকেলে এফডিসিতে নিপুণ রায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে নিপুণের সমর্থকরা ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ব্যান্ড পার্টি নিয়ে নিপুণের সমর্থক ও শিল্পীরা এফডিসি প্রদক্ষিণ করেন।

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, "নয় মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনো আমি থাকবো বা কখনো আমার অপজিশন যিনি তিনি থাকবেন। তবে আমার একটা বিশ্বাস ছিল। আমি এবং কাঞ্চন ভাই সততার সঙ্গে নির্বাচন করেছি। নির্বাচনের সব নিয়ম যথাযথভাবে পালন করেছি। নিয়মনীতির বাইরে একদম্ই যাইনি। সেজন্য আমরা খাবারও পাইনি, পানিও পাইনি। একটা ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি। সব মেনে নিয়েছি। তবে আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবে। আপনারা সবাই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনাদের কারণেই এই দুর্নীতিগুলো সবার সামনে উঠে এসেছে।"

নিপুণের সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়ার এই খবরে আনন্দে ভাসছে শিল্পী সমিতি। সাধারণ সম্পাদককে বরণ করতে সদস্যরা ছুটে আসেন এফিডিসিতে। ঢাকঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে করে ফুল নিয়ে আসেন শিল্পীরা। তারা নিপুণকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন।

এদিকে জায়েদ খান বলেছেন, এ রায় চূড়ান্ত নয়। তিনি বলেন, "নিপুণের রায়ের বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে তাতে ভুল আছে। আদালত কেবল নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এটা কিন্তু চূড়ান্ত রায় না।"

জায়েদ খান বলেন, "এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। শুনানিতে রায় আমার পক্ষে আসবে কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।"