Entertainment

পদ্মা সেতু : উচ্ছ্বসিত চিত্রনায়িকা শাবনূর পদ্মা সেতু
File Picture

পদ্মা সেতু : উচ্ছ্বসিত চিত্রনায়িকা শাবনূর

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 26 Jun 2022, 02:42 pm

ঢাকা, ২৬ জুন ২০২২: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশের মানুষ।

সেই উচ্ছ্বাস শোবিজ অঙ্গনেও। এ অঙ্গনের প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্নজয়ের আনন্দে ভাসছেন। কেউ পদ্মা সেতু নিয়ে গান গেয়েছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন, কেউ আবার ঘোষণা দিয়েছেন সিনেমা নির্মাণের।

অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। সুদূর অস্ট্রেলিয়া থেকেও দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না।

শনিবার (২৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূর এক পোস্টে লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। ’

শুধু শাবনূরই নন, শোবিজের প্রায় সব তারকাই পদ্মা সেতু নিয়ে বেশ উচ্ছ্বসিত।

সর্বশেষ শিরোনাম

চিত্রনায়কা বুবলির সন্তানের বাবাও সাকিব খান! Fri, Sep 30 2022

উন্মুক্ত হলো ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’ প্রামাণ্য চলচ্চিত্র Tue, Sep 27 2022

শাকিব পূজা আবারও জুটি বাঁধছে Sun, Sep 25 2022

১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’ Fri, Sep 23 2022

কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় স্ত্রী শম্পার সন্তোষ Mon, Sep 19 2022

পুলিশের অনুষ্ঠানে মীরাক্কেল খ্যাত অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ৫ Sat, Sep 17 2022

চিত্রনায়িকা নিপুণকে ‘যৌনকর্মী’ ভেবে এগিয়ে আসে খদ্দের Fri, Sep 16 2022

ঢাকায় ব্যবসা শুরু সালমান খানের, উদ্বোধন করলেন তার ভাই Fri, Sep 16 2022

মালয়েশিয়ায় চিত্রনায়ক অনন্ত ও নায়িকা বর্ষাকে ফুলেল শুভেচ্ছা Thu, Sep 15 2022

চলতি বছরের মধ্যে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মুক্তি: তথ্যমন্ত্রী Mon, Sep 12 2022