Entertainment

আবার হলিউডের পর্দায় আসছেন দীপিকা

আবার হলিউডের পর্দায় আসছেন দীপিকা

Bangladesh Live News | @banglalivenews | 04 Sep 2018, 12:38 pm
লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ৪ঃ আবার একবার এক্সএক্সএক্স ছবিতে দেখা যাবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

গত বছর  ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে নিজের হলিউড যাত্রা শুরু করেছিলেন উনি।

 

ছবির পরিচালক ডি জে কারুসো টুইটারে জানিয়েছেন যে দীপিকা এই ছবির আগামী সিরিজেও কাজ করছেন।

 

ভিন ডিজেলের সঙ্গে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে নিজের হলিউডযাত্রা শুরু করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন উনি।

 

চীনের তরুণ শিল্পী রয় ওয়াংকে স্বাগত জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডি জে কারুসো ও সেই সময় নিচে একজন ভক্ত ওনাকে প্রশ্ন করেনঃ "দীপিকার খবর কী? সিরিজের পরের ছবিতে তিনি থাকছেন?"

 

তখন উনি উত্তর দেনঃ "হ্যা।"