Entertainment

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে মাদক মামলা
সংগৃহিত পরীমনি

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে

Bangladesh Live News | @banglalivenews | 24 Feb 2024, 06:48 am

ঢাকা, ফেব্রুয়ারী ২৪: অভিনেত্রী পরীমনি নামে পরিচিত সামসুন নাহার স্মৃতির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জারি করা রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দিয়ে সংশ্লিষ্ট বিচারিক আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পথ সুগম করেছেন।

হাইকোর্টে অভিনেত্রীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মঞ্জুরুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সেলিম আজাদ।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনি, আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করেন অভিনেত্রী।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনি, আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০। পরে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী।

২০২৩ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

২০২১ সালের ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার দশম বিশেষ জজ আদালতে স্থানান্তর করেন।

২০২১ সালের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২১ সালের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনিকে জামিন মঞ্জুর করেন এবং পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান।

২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে র ্যাব।