Entertainment

দুই বোনের গল্পে ফারিণ ওয়েব ফিল্ম
সংগৃহিত দুই বোন চবির একটি দৃশ্য

দুই বোনের গল্পে ফারিণ

Bangladesh Live News | @banglalivenews | 26 Jan 2023, 11:23 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৩: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’- এই দুই ওয়েব সিরিজের কল্যাণে এখন পরিচিত মুখ তিনি।

এবার ফারিণ ‘নিকষ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ফিল্মটির গল্প এগিয়েছে আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্পে।

এক বাড়িতে থাকা দুই-বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে। এই ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় বিভিন্ন ঘটনা।

আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় জীবনযাপনের স্বাভাবিক আলোতে। ঠিক এমন গল্পের আলোকে সাজানো হয়েছে ওয়েব ফিল্মটি।

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামানসহ আরও অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে শিগগির মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নিকষ’।

সর্বশেষ শিরোনাম

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’ Wed, Mar 22 2023

প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা নিয়ে ডিবি কার্যালয়ে চিত্রনায়ক সাকিব খান Tue, Mar 21 2023

বিমান বন্দরে গ্রেফতার নায়িকা মহি, দুপুরে কারাগারে, বিকেলে জামিন Sat, Mar 18 2023

হিজাব পরা নিয়ে আলোচনায় মিম Fri, Mar 17 2023

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ Thu, Mar 16 2023

শিল্পকলার পরিচালক হলেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল Tue, Mar 14 2023

ফেরদৌসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা Tue, Mar 14 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী Fri, Mar 10 2023

সাকিবকে শুভেচ্ছায় ভাসালেন সুবর্ণা মুস্তাফা Thu, Mar 09 2023

মাসুম বাবুল আমাকে মজা করে ‘মা দুর্গা’ ডাকতেন: শাবনূর Wed, Mar 08 2023