Entertainment

কুকুর অপসারণ বন্ধে অভিনেত্রী জয়ার রিট
কুকুরপ্রেমী জয়া আহসান (ছবি : সংগৃহিত)।

কুকুর অপসারণ বন্ধে অভিনেত্রী জয়ার রিট

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2020, 01:38 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২০ : রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনস্বার্থে অভিনেত্রী জয়া আহসান এবং দুটি প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট দায়ের করেন। আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিট আবেদনে কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতার প্রশ্নে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

রিট আবেদনে বলা হয়, প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনও প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না। অথচ অভিযোগ রয়েছে ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইলে ফেলে দেওয়া হয়েছে। এজন্য কুকুর স্থানান্তরের বিষয়ে ডিএসসিসির সিদ্ধান্ত ও কার্যক্রমের বৈধতা রিট আবেদনে চ্যালেঞ্জ করা

 

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি বেওয়ারিশ কুকুর অপসারণ না করে কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ কর্মসূচি চালুর আহ্বান জানিয়েছে প্রাণি অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অভয়ারণ্য, স্টেলা, পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রাণি কল্যাণ সংগঠন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।

 

সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চেয়ারম্যান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ৩০ হাজার কুকুর অন্যত্র অপসারণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা শুধু অবৈজ্ঞানিক ও অমানবিকই নয় সম্পূর্ণ বেআইনি। প্রাণি কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী এই কার্যক্রম সম্পূর্ণ বেআইনি।”

 

সিটি করপোরেশনের প্রতি কুকুর বন্ধ্যাত্বকরণ কর্মসূচি চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে কুকুর বন্ধ্যাত্বকরণ করা হচ্ছে। যদি উত্তর সিটি করপোরেশনে এই প্রকল্প চলতে পারে তাহলে দক্ষিণে কেন এই প্রকল্প চলবে না? আমাদের বিরোধ নিরসনের ব্যাপারে উদ্যোগী হতে হবে। আমরা চাই তরুণদের সঙ্গে তিনি বসে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। কুকুর আপসারণ নয়, জলাতঙ্ক টিকা ও বন্ধ্যাত্মকরণ কর্মসূচি চালু করুন। লোকবল প্রয়োজন হলে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা সাহায্য করব’।