Entertainment

কলকাতায় দুই সিনেমার শুটিংয়ে হিরো আলম সিনেমার শুটিং
twitter.com/HeroAlomBD হিরো আলম

কলকাতায় দুই সিনেমার শুটিংয়ে হিরো আলম

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2024, 08:48 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২১ মার্চ ২০২৪: কলকাতায় দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। ‘নিলে গেম’, ‘মিয়া ভাই’ নামে দুটি সিনেমা পরিচালনা করছেন জামাল উদ্দিন। গত ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমায়ই জানালেন আলম।

কলকাতা থেকে মুঠোফোনে হিরো আলম বলেন, অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।

ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।