Entertainment

পরবিারসহ ঢাকায় এসে গোপনে নিজের সিনেমা দেখে গেলেন ইধিকা প্রিয়তমা
সংগৃহিত স্টার সিনেপ্লেক্সে নিজের ছবির পোস্টারের সামনে ইধিকা পাল

পরবিারসহ ঢাকায় এসে গোপনে নিজের সিনেমা দেখে গেলেন ইধিকা

Bangladesh Live News | @banglalivenews | 26 Jul 2023, 09:51 pm

বিনোদন প্রতিবেদেক, ঢাকা, ২৬ জুলাই ২০২৩: নিজের অভিনীত বাংলাদেশের সিনেমা গোপনে দেখে ফিরে গেলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা তিনি।

মা ও বোনকে নিয়ে ইধিকা ঢাকায় এসেছিলেন সিনেমাটি দেখার জন্য। রোববার রাতে স্টার সিনেপ্লেক্েেস দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন কলকাতার এই নায়িকা। 

পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে সিনেমাটি দেখার জন্য আগ্রহী ছিলেন। যেহেতু কলকাতায় সিনেমাটি মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সে কারণে তার পরিবারের কয়কেজনকে নিয়ে সিনেমাটি দেখে আবার কলকাতায় চলে গেছনে ইধিকা।' শনিবার স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যা ৭টা ৪০ মনিটিরে শো  দেখেন ইধিকা।

সিনেমা দেখা শেষে তিনি আবার কলকাতায় ফিরেও গেছেন।

কলকাতা ফিরে অনুভূতি শেয়ার কওে ফেসবুক পিজে একটি পোস্ট দিয়েছেন ইধিকা। তিনি লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে। এবার আমি ছদ্মবেশে থেকে আমার প্রথম র্পূণদর্ঘ্যৈ চলচ্চিত্রটাও দেখে ফেললাম! যেখানে র্দশক ছিল পরিপূর্ণ।’

ঋার্সেটোইল মিডিয়িা প্রযোজিত সিনেমাটি ৩ সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। চর্তুথ সপ্তাহেও  দেশের ৬৩টি হলে চলছে সিনেমাটি। যৌথভাবে সিনেমাটরি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব, ইধিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান, এলিনা শাম্মী, ডনসহ অনকে।