Entertainment

প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তি দিলীপ কুমার, বয়েস হয়েছিল ৯৮ দিলীপ কুমার
Wikipedia দিলীপ কুমার

প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তি দিলীপ কুমার, বয়েস হয়েছিল ৯৮

Bangladesh Live News | @banglalivenews | 07 Jul 2021, 12:16 pm

মুম্বাই, জুলাই ৭: ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তি দিলীপ কুমার, যিনি বলিউডের ট্র্যাজেডি কিং নামে পরিচিত, বুধবার মুম্বাইতে মারা গেছেন। তার বয়স ছিল ৯৮ বছর।

দিলীপ কুমার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রাপক ছিলেন। তার অভিনেত্রী স্ত্রী সায়রা বানুকে তিনি ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন।

১৯৪৪ সালে জওয়ার ভাটা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ১৯৯০-এর দশক পর্যন্ত প্রায় পাঁচ দশক ধরে রুপোলি পর্দায় আধিপত্য বিস্তার করে হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি হয়ে ওঠেন এই অভিনেতা। তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মারা যান। গত বেশ কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

দিলীপ কুমার, যার আসল নাম ইউসুফ খান ছিল, নয়া দউর, মুঘল-ই-আজম, দেবদাস, রাম অউর শ্যাম, আন্দাজ, মধুমতী এবং গঙ্গা যমুনার মতো সিনেমায় অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয় হয়ে থাকবেন।

মেথড অভিনয়ের জন্য পরিচিত দিলীপ কুমার শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কারের সর্বাধিক সংখ্যা অর্জন করেন এবং এর পাশাপাশি তিনি প্রশংসার উদ্বোধনী প্রাপক হন।

বেশ কয়েক দশক ধরে নায়ক হিসাবে রুপোলি পর্দায় আধিপত্য বিস্তারের পর তিনি ১৯৮০ এর দশকে চরিত্রের চরিত্রে পরিবর্তন করেন। তিনি ক্রান্তি (১৯৮১) এবং শক্তি (১৯৮২) এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন, বিখ্যাতভাবে তার বাবার চরিত্রে অভিনয় করে বলিউডের আরেক কিংবদন্তি অমিতাভ বচ্চনের বিরুদ্ধে লড়াই করেন। এছাড়াও তিনি মাশাল (১৯৮৪), কর্মা (১৯৮৬) এবং সওদাগর (১৯৯১) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৮ সালে তার শেষ চলচ্চিত্র ছিল কিলা।

দিলীপ কুমারের নায়িকাদের মধ্যে মধুবালা, মীনা কুমারী, নার্গিস, ওয়াহিদা রেহমান এবং বৈজয়ন্তীমালার মতো পর্দার দেবীরা ছিলেন, তিনি বৈরাগ, দুনিয়া, গোপী এবং সাগিনা মাহোতো-র মতো ছবিতে তাঁর স্ত্রী সায়রা বানুর বিপরীতে অভিনয় করেছিলেন।