Entertainment

জানুয়ারিতে ভারতে মুক্তি পাবে 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’

জানুয়ারিতে ভারতে মুক্তি পাবে 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’

| | 29 Dec 2016, 02:49 am
মুম্বাই, ডিসেম্বর ২৯ঃ বলিউডের সুন্দরী অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রথম হলিউড ছবি 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’ জানুয়ারি ১৪ তারিখে ভারতে মুক্তি পাবে।
সারা পৃথিবীতে এই ছবি ভারতেই প্রথম মুক্তি পাবে।


ভিন ডিজেল, দীপিকা পাড়ুকোন, রুবি রোজ, ডোনি ইয়েন এই ছবিতে অভিনয় করেছেন।

দীপিকা ছবি মুক্তির বিষয়টি নিজের টুইটার পেজে জানান।

নিজের টুইটার পেজে উনি লেখেনঃ "এই খবরটি জানাতে গিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত বোধ করছি যে পৃথিবীর আর কোথাও নয়, সবার আগে ভারতেই মুক্তি পেতে যাচ্ছে ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ। ১৪ জানুয়ারি ভারতে মুক্তি পাবে ছবিটি।"