Entertainment

ভারতের এলেন ভিন ডিসেল

ভারতের এলেন ভিন ডিসেল

| | 12 Jan 2017, 12:35 pm
মুম্বাই, জানুয়ারি ১২ঃ ভারতের মাটিতে বৃহস্পতিবার পা দিয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেতা ভিন ডিসেল।

নিজের আগামী ছবি ‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেইজ’ এর প্রচারে এই দেশের এসেছেন উনি।

 

ওনার সঙ্গে এসেছেন ছবির পরিচালক ডিজে কারুসো।

 

ওনাদের মুম্বাইতে স্বাগত জানিয়েছেন এই ছবির অভিনেত্রী ও বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন।

 

এই ছবি দিয়েই হলিউডে পা রাখতে চলেছেন দীপিকা।

 

জানুয়ারি ১৪ তারিখে ভারতে মুক্তি পাবে এই ছবি।

 

সারা পৃথিবীতে এই ছবি ভারতেই প্রথম মুক্তি পাবে।

 

Image: Vin Diesel Facebook page