Entertainment

এবার পরীমনির বিয়ের বৈধতা নিয়ে আইনি নোটিশ পরীমনি
ফাইল ছবি চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ

এবার পরীমনির বিয়ের বৈধতা নিয়ে আইনি নোটিশ

Bangladesh Live News | @banglalivenews | 17 Feb 2022, 12:00 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২২: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী পরীমনিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভ নামে এক জনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাকে ডিভোর্স না দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শরীফুল রাজ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। পরিমনি সৌরভকে ডিভোর্সের প্রমাণ দেখাতে পারলে এ বিষয়ে আমাদের কথা নেই।

যদি ডিভোর্স না দিয়ে বিয়ে করেন তাহলে তিনি প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং শরিয়াহ আইনের সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক। যার কারণে আমি বিষয়টি পরিষ্কার হতে চেয়েছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিমনি নোটিশের জবাব না পেলে আইনি পদক্ষেপ নেবো।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৮ মার্চ ফেরদৌস কবির সৌরভের সহিত বিবাহের তালাক কবে কোথায় করিয়েছেন? তাহার রেজিস্ট্রি তালাকনামার সহি মহুরি নকল সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করিবেন।

এছাড়া ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে রেজিস্ট্রি বিবাহের কাবিনের সহি মহুরি নকলের কপি সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন-অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হবো।