Entertainment

কলকাতা চলচিত্র উৎসবে সন্মানিত

কলকাতা চলচিত্র উৎসবে সন্মানিত "টেলিভিশন"

| | 20 Nov 2013, 12:18 pm
ঢাকা, নভেম্বর ২০: বাংলাদেশী পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকির ফিল্ম "টেলিভিশন"-কে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে শ্রেষ্ঠ নেটওয়ার্ক ফর দ্যা প্রমোশান অফ এশিয়ান সিনেমার সন্মান প্রদান করা হয়।

 চলচিত্র উৎসবের চেয়ারম্যান ও অভিনেতা রঞ্জিত মল্লিক এবং বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ এই পুরস্কার তুলে দেন ইম্প্রেস টেলি-ফিল্ম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগর ও অভিনেত্রী তিশার হাতে।

 
"টেলিভিশন" বাংলাদেশের পরিবর্তনশীল সমাজের ছবি তুলে ধরে। 
 
এই নিয়ে তিন বছরে দ্বিতীয়বার একটি বাংলাদেশী ফিল্ম এই উৎসবে এই পুরস্কার পেল।
 
নভেম্বর ২০১১তে নাসিরুদ্দিন ইউসুফের ফিল্ম "গেরিলা" এই পুরস্কার পায়।
 
এই বছর এই পুরস্কারের জন্য বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, সিঙ্গাপুর, ফিলিপিন্স, চিন, মালয়েশিয়া, মায়ানমার ও থাইল্যান্ড থেকে নয়টি চলচিত্র বাছাই করা হয়।