Entertainment

অবশেষে নোরা ফাতেহি ঢাকায় এলেন নোরা ফাতেহি | বাংলাদেশ
সংগৃহিত বিমান বন্দওে নোরা ফাতেহি

অবশেষে নোরা ফাতেহি ঢাকায় এলেন

Bangladesh Live News | @banglalivenews | 18 Nov 2022, 11:13 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ নভেম্বর ২০২২: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম সংয়ের নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসেছেন। জানা গেছে, আজ (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পদার্পণ করেছেন নোরা।

নোরা ফাতেহির এ সফরে তিনি উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামের যান। বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।

রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সহস্রাধিক ভক্তদের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন। নৃত্যের তালে তালে বিনোদনপিয়াসীদের মাতিয়ে তুলবেন নোরা। সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।