Entertainment

এবার নোরা ফাতেহির আগমনে আপত্তি জানালো রাজস্ব বোর্ড নোরা ফাতেহি
ফাইল ছবি/ওয়ালপেপার কেভ নোরা ফাতেহি

এবার নোরা ফাতেহির আগমনে আপত্তি জানালো রাজস্ব বোর্ড

Bangladesh Live News | @banglalivenews | 16 Nov 2022, 01:00 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১৬ নভেম্বর ২০২২ : ঢাকার বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েক দফা বাধা পেরিয়ে আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। গত ৭ নভেম্বর অনুমতিটি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

অনুমতি মেলার ৭ দিনের মাথায় ফের বাধা এলো নোরার ঢাকা সফরে। রবিবার (১৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য শাহীন আক্তার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশি অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আসার অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। গত ৭ নভেম্বর সংবাদমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানতে পারে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলনকেন্দ্রে ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে রাজস্ব বোর্ড স্পষ্ট করে জানায়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যেকোনও ধরনের অনুষ্ঠানে বা শুটিংয়ে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা- বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

সেই আইনের সূত্র ধরে, দেশের রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করা হলো রাজস্ব বোর্ডের পক্ষে থেকে।

‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। প্রতিষ্ঠনটির পক্ষ থেকে জানানো হয়, কর দিয়েই নোরা ফাতেহি ঢাকায় আসবেন। মঙ্গলবারের (১৫ নভেম্বর) মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হবে। বিষয়টি প্রক্রিয়াধীন। তবে তারা কেউ সরাসরি এ বিষয়ে মন্তব্য করতে সম্মত হননি।