Entertainment

সুচিত্রা স্মরণে সংগীত সন্ধ্যা

সুচিত্রা স্মরণে সংগীত সন্ধ্যা

| | 02 Feb 2014, 03:48 am
ঢাকা, ফেব্রুয়ারি ২ ঃ বাংলা চলচ্চিত্রের উপর সুচিত্রা সেনের প্রভাব নিয়ে পাতার পর পাতা লিখে গেলেও বলার অনেক কিছুই বাকি থাকে। সদ্যপ্রয়াত সেই মহানায়িকার স্মরণে ঢাকায় সম্প্রতি হয়ে গেল একটি সংগীত অনুষ্ঠান--'গানে মোর কোন ইন্দ্রধনু'। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে প্রবাদপ্রতিম জুটি সুচিত্রা সেন এবং উত্তম কুমার অভিনীত ছবিগুলি থেকে নেওয়া ২০টি জনপ্রিয়তম গান গাইলেন যশস্বী শিল্পীরা।

 অসাধারণ এবং চিরনতুন এই সব গান যাঁরা গাইলেন, তাঁদের মধ্যে ছিলেন ফাহিম হোসেন চৌধুরি, ফেরদৌস আরা, ইফফত আরা নার্গিস, নাসিমা শাহিন, পারভিন সুলতানা, মুনির চৌধুরি এবং অনিরুদ্ধ সেনগুপ্ত। সেই সঙ্গে সেই সব চলচ্চিত্রের পোস্টার এবং ভিডিও ক্লিপিংসের সাহায্যে প্রতিবারই মঞ্চে তৈরি করা হচ্ছিল অসাধারণ পশ্চাৎপট। তবে ওই সান্ধ্য অনুষ্ঠানটিকে বিশেষ অর্থবহ করে তুলেছিলেন শ্রোতারা, যাঁদের মধ্যে অনেকেই আজ  ষাটোর্দ্ধ, স্মৃতির সরনী বেয়ে যাঁরা ফিরে গিয়েছিলেন সেই সোনালী দিনগুলিতে।

 
বাংলা গান এবং চলচ্চিত্রের একনিষ্ঠ ভক্ত আহসান সুচিত্রার অভিনয় জীবনের নানা টুকরো ঘটনা শোনালেন উৎসাহী শ্রোতাদের। কিছু বলতে চেয়ে এক জন ৭৮ বছর বয়সী শ্রোতা শোনালেন সেই দাম্পত্য বিবাদের কাহিনী, যাতে স্বামী-স্ত্রী দুজনেই নিজেকে সুচিত্রার সব চেয়ে বড় ভক্ত বলে দাবি করতেন। তিনি জানালেন তাঁর স্ত্রী এক সময় সুচিত্রাকে একটি চিঠিও পাঠিয়েছিলেন, নিজে যার উত্তর দিয়েছিলেন মহানায়িকা কিছু মূল্যবান উপদেশ সমেত। 
 
\'এই পথ যদি না শেষ হয়,\' \'আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,\' \'তুমি যে আমার,\' \'এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়,\' \'এ শুধু গানের দিন,\' \'এই রাত তোমার আমার,\' \'নীড় ছোট ক্ষতি নেই,\' \'আজ দুজনার দুটি পথ,\' \'এই মধু রাত শুধু ফুল পাপিয়া\'--যুগ পেরিয়ে সমান জনপ্রিয় স্মরণীয় এই সব গানগুলিকে যন্ত্রানুসঙ্গে অন্য উচ্চতায় নিয়ে গেলেন কি বোর্ডে রূপতনু, তবলায় পল্লব সান্যাল, বেহালায় আলমাস কবীর, গিটারে দীপন এবং অক্টোপ্যাডে সাদেক আলি।
 
অনুষ্ঠানের অন্তিম লগ্নে ধ্বনিত হল সেই অমর সংগীত--১৯৫৫ সালে মুক্তি পাওয়া \'সবার উপরে\' ছবির \'জানিনা ফুরাবে কবে\'। গানের সঞগে গানের সঙ্গে ঠোঁট মেলান  উপচে পড়া প্রেক্ষাগৃহের স্মৃতিমেদুর শ্রোতাদের সমবেত গুনগুনানি বুঝিয়ে দিল সুচিত্রা সেনের অমোঘ আবেদন চিরকালীন।