Entertainment

পরীমনি-সিয়ামের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ ট্রেলার প্রকাশ
www.facebook.com/pori.monii

পরীমনি-সিয়ামের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ

Bangladesh Live News | @banglalivenews | 23 Dec 2022, 11:59 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২২: বরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মাতা আবু রায়হান জুয়েল প্রথম সিনেমা নির্মাণ করেছে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে লেখক জাফর ইকবাল উপস্থিত ছিলেন। আরও ছিলেন নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ মুন্নিসহ উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল, অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, পরীমনি ও শিশুশিল্পীরা।

সিনেমাটির জন্য প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ের উল্লেখ করে লেখক বলেন, ‘আমরা লিখি। কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটি।’

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। প্রত্যাশা করি সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।’

চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি খুব এক্সাইটেড। কারণ বাচ্চাদের আরেকটা সিনেমা আসবে। শিশুতোষ সিনেমা তো তেমন হয় না। আশা করছি সেই সিনেমাটিও অনেক ভালো করবে।

‘২৬ বছর আগে জাফর ইকবালের গল্প থেকে সিনেমা বানিয়েছিলাম দিপু নম্বর টু। সেটা নাকি এখনও অনেকের ভালো লাগে। সেই ভালোলাগা ছাপিয়ে যাবে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সেই আশা করছি।’

তিনি বলেন, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ৪ ফেব্রুয়ারির দিকে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমা দিয়ে উৎসব শুরু করতে পারলে সবারই অনেক ভালো লাগবে।