Entertainment

সস্ত্রীক সাকিব খানের ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি প্রিয়তমা
সংগৃহিত রাষ্ট্রপতির সংগে সাকিব খান ও ছবির প্রযোজক আশরাফ আদনান

সস্ত্রীক সাকিব খানের ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি

Bangladesh Live News | @banglalivenews | 03 Sep 2023, 12:06 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৩: কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা 'প্রিয়তমা'। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ প্রযোজিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। মুক্তির পর দুই মাস পেরিয়ে গেলেও এখনও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সাফল্যের সাথে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এবার 'প্রিয়তমা' সিনেমাটি দেখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে স্ত্রীসহ সিনেমাটি দেখেন তিনি।

শুক্রবার রাত ৮টায় এ উপলক্ষে একটি বিশেষ শো আয়োজন করা হয়। এদিন বিশেষ শো চলাকালীন উপস্থিত ছিলেন শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলী।

সিনেমা দেখে রাষ্ট্রপতি বলেন, 'প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।'

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।