Entertainment

‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে পূর্ণিমা ওয়েব সিরিজ
সংগৃহিত চিত্রনায়িকা পূর্ণিমা

‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে পূর্ণিমা

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2023, 09:16 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ জানুয়ারি ২০২৩: সময়ের সফল নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণ করে আলোচনায় আসেন। এবার তার অভিষেক হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়।

প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

জানা গেছে, অমির ‘হোটেল রিল্যাক্স’ বেশ কয়েকদিন ধরে শুটিং শুরু হয়েছে পুরান ঢাকায়। শুটিং চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। এই ওয়েব সিরিজের ডিবি পুলিশের চরিত্রে হাজির হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তাছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন।

এদিকে গত বছরের ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় অমির। তার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান। জানা গেছে, ওয়েব সিরিজটি হবে ছয় পর্বের।

এ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তি পেতে পারে।

সর্বশেষ শিরোনাম

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’ Wed, Mar 22 2023

প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা নিয়ে ডিবি কার্যালয়ে চিত্রনায়ক সাকিব খান Tue, Mar 21 2023

বিমান বন্দরে গ্রেফতার নায়িকা মহি, দুপুরে কারাগারে, বিকেলে জামিন Sat, Mar 18 2023

হিজাব পরা নিয়ে আলোচনায় মিম Fri, Mar 17 2023

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ Thu, Mar 16 2023

শিল্পকলার পরিচালক হলেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল Tue, Mar 14 2023

ফেরদৌসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা Tue, Mar 14 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী Fri, Mar 10 2023

সাকিবকে শুভেচ্ছায় ভাসালেন সুবর্ণা মুস্তাফা Thu, Mar 09 2023

মাসুম বাবুল আমাকে মজা করে ‘মা দুর্গা’ ডাকতেন: শাবনূর Wed, Mar 08 2023