Entertainment

রাফসান ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দফতরে আমন্ত্রিত হওয়া প্রথম বাংলাদেশি ইউটিউবার
Instagram ইফতেখার রাফসান

রাফসান ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দফতরে আমন্ত্রিত হওয়া প্রথম বাংলাদেশি

Bangladesh Live News | @banglalivenews | 17 Feb 2024, 08:29 am

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: জনপ্রিয় কন্টেন্ট স্রষ্টা ইফতেখার রাফসান, যিনি রাফসান দ্য ছোটো ভাই নামে বেশি পরিচিত, প্রথম বাংলাদেশি ইউটিউবার হিসেবে সিঙ্গাপুরে ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দফতর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রাফসান। রাফসানের অর্জনকে নিজের এবং বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ইউটিউবের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতরে, রাফসান জামদানি কাপড়ের তৈরি একটি হস্তশিল্পিত বাংলাদেশের পতাকা বহন করে; জামদানি ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ফেসবুক পোস্টে রাফসান ইউটিউবকে ধন্যবাদ জানান। তিনি তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ইউটিউব এর অফিসের সৌন্দর্যের প্রশংসা করেছেন৷

এই অর্জন আমার একার নয়, এটা আমাদের সবার, বাংলাদেশের জয়। এই যাত্রায় রাফসান তার অনুসারীদেরও ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশের একজন জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান ২০১৪ সালে তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেন।