Entertainment

বিয়ে করছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

বিয়ে করছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

| | 02 Apr 2018, 10:20 am
মুম্বাই, এপ্রিল ২ঃ এই বছরেই নাকি বিয়ে হবে বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের।

বলিউডের মঞ্চেও এই দুই অভিনেতা নিজেদের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন।

 

তাদের দক্ষ অভিনয় সবার কাছে প্রশংসনীয়।

 

মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, যে দুই পরিবার মিলে বসে ব্যের দিন ঠিক করেছে্ন।

 

দীপিকার বাবা হলেন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়  প্রকাশ পাড়ুকোনে।

 

মিরর নিজের খবরে বলেছেন যে  দীপিকার মা, বোন অনিশার সঙ্গে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।

 

তবে, কোথায় অনুষ্ঠিত হবে এই বিয়ে তা এখনও পরিষ্কার নয়।

 

২০১৩ সালে সঞ্জয় লীলা বনসালির ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’তে প্রথমবার দেখা গেছিল এই দুই অভিনেতাকে।

 

তারপরে,  ‘বাজিরাও মাস্তানি’তে দুজনে অভিনয় করেন ২০১৫ সালে।

 

এই বছর মুক্তি পায় তাদের ছবি  ‘পদ্মাবত’।

 

ছবিটি বাণিজ্যিকভাবে বেশ সফল।