Entertainment

চলচ্চিত্র নির্মাণে শাকিব-অপুসহ এ বছর সরকারি অনুদান পেলেন যারা চলচ্চিত্র অনুদান
ফাইল ছবি সাকিব ও অপু

চলচ্চিত্র নির্মাণে শাকিব-অপুসহ এ বছর সরকারি অনুদান পেলেন যারা

Bangladesh Live News | @banglalivenews | 16 Jun 2022, 06:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ জুন ২০২২: প্রতি বছর চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিতে অনুদান প্রদান করে সরকার। সেই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ১৯ জনকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।

১৯টি চলচ্চিত্রের মধ্যে ১০টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি ৬৫ লাখ টাকা করে পাচ্ছে। ৭০ লাখ করে অনুদান পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকে।

আর শাকিব খান ‘মায়া’ ছবির জন্য প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন। তার এ ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। অন্যদিকে অপু বিশ্বাস ‘লাল শাড়ি’ ছবির জন্য অনুদান পেয়েছেন। তার ছবিটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস।

অনুদান পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে- জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), প্রযোজক ও পরিচালক মো. খোরশেদুল আলম খন্দকার (খ.ম. খুরশীদ), ৬০ লাখ টাকা, একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার (রাসেল), ৬০ লাখ টাকা, সাধারণ শাখায় ‘যুদ্ধজীবন’, প্রযোজক ও পরিচালক রিফাত মোস্তফা, ৬৫ লাখ টাকা, ‘যাপিত জীবন’, প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ৬০ লাখ টাকা, ‘বনলতা সেন’, প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ৭০ লাখ টাকা, ‘অতঃপর রোকেয়া’, প্রযোজক ও পরিচালক মিস শামীম আখতার, ৬০ লাখ টাকা, ‘১৯৬৯’, প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ৭৫ লাখ টাকা এবং বঙ্গবন্ধুর রেণু, প্রযোজক ও পরিচালক মারুফা আক্তার পপি, ৭০ লাখ টাকা।

সর্বশেষ শিরোনাম

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’ Wed, Mar 22 2023

প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা নিয়ে ডিবি কার্যালয়ে চিত্রনায়ক সাকিব খান Tue, Mar 21 2023

বিমান বন্দরে গ্রেফতার নায়িকা মহি, দুপুরে কারাগারে, বিকেলে জামিন Sat, Mar 18 2023

হিজাব পরা নিয়ে আলোচনায় মিম Fri, Mar 17 2023

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ Thu, Mar 16 2023

শিল্পকলার পরিচালক হলেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল Tue, Mar 14 2023

ফেরদৌসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা Tue, Mar 14 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী Fri, Mar 10 2023

সাকিবকে শুভেচ্ছায় ভাসালেন সুবর্ণা মুস্তাফা Thu, Mar 09 2023

মাসুম বাবুল আমাকে মজা করে ‘মা দুর্গা’ ডাকতেন: শাবনূর Wed, Mar 08 2023