Entertainment

শাকিব খানের বৃদ্ধ লুকের ব্যাপক প্রশংসা প্রিয়তমা
সংগৃহিত নতুন লুকে সাকিব খান

শাকিব খানের বৃদ্ধ লুকের ব্যাপক প্রশংসা

Bangladesh Live News | @banglalivenews | 22 Jun 2023, 09:43 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২২ জুন ২০২৩: এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম প্রকাশিত হয় এ সিনেমার তৃতীয় লুক।

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার এবারের লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। কেউ কেউ বলছেন এমন বৃদ্ধ লুকের সিনেমার পর্দায় হাজির হওয়া কেবলমাত্র শাকিবের পক্ষেই সম্ভব। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুকে এই লুকটি প্রকাশিত হয়েছে।

শাকিবের এই লুকটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুকের কমেন্ট বক্স শাকিবের লুক নিয়ে ইতিবাচক প্রশংসামূলক বাক্যে ভরে যাচ্ছে। এ লুক প্রকাশ করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়’।

নতুন লুকে শাকিবকে দেখে বোঝার কোনো সাধ্য নেই যে এটি সুপারস্টার শাকিব খান। এ লুকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরা এক বৃদ্ধ বসে আছেন। মৃদুমন্দ বাতাসে তার লম্বা চুল উড়ছে।
এদিকে আনকাট সেন্সর পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা পড়েছিল আমাদের প্রিয়তমা সিনেমা। বুধবার সেন্সর হয়েছে।

ছবির পরিচারক হিমেল আশরাফ বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য; আশা করছি নতুন শাকিব খানকে পর্দায় ঈদে দেখতে পারবেন সবাই’। ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।