Entertainment

অপুর সিনেমা দেখার জন্য আহ্বান জানালেন শাকিব লাল শাড়ি
সংগৃহিত শাকিব খান ও চিত্রনায়িকা অপু

অপুর সিনেমা দেখার জন্য আহ্বান জানালেন শাকিব

Bangladesh Live News | @banglalivenews | 01 Jul 2023, 11:12 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১ জুলাই ২০২৩: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপুর সংসারের বিভিন্নমুখী গল্পের কথা তাদের ভক্ত-অনুরাগীরা কম-বেশি সবাই জানেন। তাদের এ অম্ল-মধুল সম্পর্কের মধ্যেই শুক্রবার বিকেল সাড়ের চারটার দিকে অপু বিশ্বাসকে শুভ কামনা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।

শাকিবের এ স্ট্যাটাসের কারণ হচ্ছে অপুর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’।

স্ট্যাটাসে শাকিব খান লেখেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে।

শাকিব আরও লেখেন, বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।