Entertainment

বছরের শেষ সপ্তাহে মুক্তি পেলো শিরিন শিলার ‘বীরাঙ্গনা ৭১’ বীরাঙ্গনা ৭১
সংগৃহিত ‘বীরাঙ্গনা ৭১’সিনেমোর পোস্টার, ডানে চিত্রনায়িকা শিরিন শীলা

বছরের শেষ সপ্তাহে মুক্তি পেলো শিরিন শিলার ‘বীরাঙ্গনা ৭১’

Bangladesh Live News | @banglalivenews | 31 Dec 2022, 03:24 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২২: ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। বছরের শেষ সপ্তাহে মুক্তি পেলো তার অভিনীত ‘বীরাঙ্গনা ৭১’সিনেমো। এটি মুক্তিযুদ্ধ, সংগ্রাম আর আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে। শহিদুল ইসলাম শহিদের গল্পে, এম সাখাওয়াত হোসেনের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমাটি দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আজ।

‘বীরাঙ্গনা ৭১’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শিরিন শিলা। এ নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য, একজন বীরাঙ্গনার ভূমিকায় আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। এর কাজ শুরু হয়েছিল বছরের শুরুর দিকে। বেশ ভালোভাবেই কাজটি নির্মাতা এম সাখাওয়াত হোসেন ভাই শেষ করেছেন। এরপর ডাবিং, সম্পাদনা, কালার গ্রেডিং শেষে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়। এটি আনকাট সেন্সর লাভ করেছিল। বেশ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে চলতি বছরের শেষ প্রান্তে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ বছর এটাই আমার মুক্তিপ্রাপ্ত প্রথম ও শেষ সিনেমা।'

শিরিন শিলা আরও বলেন, ‘বীরাঙ্গনা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি অনেক কষ্ট করেছি। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন বাবু আঙ্কেল (ফজলুর রহমান বাবু)। তার সঙ্গে এই প্রথমবার অভিনয় করলাম। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। বছরের শেষ প্রান্তে এসে এখন সিনেমার প্রচারণায় সময় কাটছে। হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ রইল।’

‘বীরাঙ্গনা ৭১’ নির্মাণ করেছেন এম সাখাওয়াৎ হোসেন। এ সিনেমাটির মূল চরিত্র বীরাঙ্গনার ভূমিকায় অভিনয়ের প্রসঙ্গে শিরিন শিলা। তার বিপরীতে আছেন শাহেদ শরীফ খান। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।