Entertainment

‘মীর জাফর: চ্যাপ্টার টু’তে ফেরদৌসের বিপরীতে শ্রীলেখা মীর জাফর: চ্যাপ্টার টু
ছবি: সংগৃহিত

‘মীর জাফর: চ্যাপ্টার টু’তে ফেরদৌসের বিপরীতে শ্রীলেখা

Bangladesh Live News | @banglalivenews | 19 Jan 2023, 11:38 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৩ : জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। টালিগঞ্জের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিনেমার নাম ‘মীর জাফর: চ্যাপ্টার টু’।

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে ঢাকার গণমাধ্যমকে একই সিনেমায় অভিনয়ের কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার ভারতের গণমাধ্যমে সিনেমাটির খবরটি প্রকাশ পায়।

রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথ। এটি তার প্রথম সিনেমা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ঢাকার অভিনেতা জিয়াউল রোশান ও কলকাতার সৌরভ দাস। খবরটি কয়েক মাস আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন সিনেমার প্রযোজক রানা সরকার।

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় আসেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার পাঁচদিনের ঢাকা সফরে এসেছেন তিনি। সোমবার দিনভর এ দেশের গণমাধ্যমে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত।

শ্রীলেখা জানান, তিনি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে বলে জানান তিনি৷

শ্রীলেখা বলেন, পরিচালকের নাম ও ছবির নাম বলতে পারছি না এই মুহূর্তে। তবে এ ছবিতে এদেশের দুই জনপ্রিয় অভিনেতা থাকবেন। তারা ফেরদৌস ও মোশাররফ করিম।

শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।

এদিকে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা মিত্র অভিনীত 'এবং ছাদ' সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

গ্রামবাংলার রাজনীতির গল্পে নির্মিত সিনেমায় আক্তার হোসেন নামের এক প্রভাবশালীর চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। ইতিমধ্যে তার লুক প্রকাশ করা হয়েছে। ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। তার স্ত্রী সাবেরার ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। তাদের সন্তান জাফরের চরিত্রে থাকছেন সৌরভ দাস।

সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি দেওয়া জয়া নামের এক উদ্বাস্তু তরুণীর চরিত্রে শ্রাবন্তী, তার সঙ্গেও মোক্তারের সম্পর্কের গল্প থাকবে সিনেমায়। তাদের সন্তান মীরের ভূমিকায় থাকছেন জিয়াউল রোশান। মীরের প্রেমিকা নন্দিনী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আরও থাকছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের মুর্শিদাবাদে সিনেমার দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ শিরোনাম

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’ Wed, Mar 22 2023

প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা নিয়ে ডিবি কার্যালয়ে চিত্রনায়ক সাকিব খান Tue, Mar 21 2023

বিমান বন্দরে গ্রেফতার নায়িকা মহি, দুপুরে কারাগারে, বিকেলে জামিন Sat, Mar 18 2023

হিজাব পরা নিয়ে আলোচনায় মিম Fri, Mar 17 2023

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ Thu, Mar 16 2023

শিল্পকলার পরিচালক হলেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল Tue, Mar 14 2023

ফেরদৌসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা Tue, Mar 14 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী Fri, Mar 10 2023

সাকিবকে শুভেচ্ছায় ভাসালেন সুবর্ণা মুস্তাফা Thu, Mar 09 2023

মাসুম বাবুল আমাকে মজা করে ‘মা দুর্গা’ ডাকতেন: শাবনূর Wed, Mar 08 2023