Entertainment

সুপারস্টার জিৎ কোভিড-১৯ পজিটিভ, আইসোলেট করলেন নিজেকে জিৎ
facebook.com/jeet30official অভিনেতা জিৎ

সুপারস্টার জিৎ কোভিড-১৯ পজিটিভ, আইসোলেট করলেন নিজেকে

Bangladesh Live News | @banglalivenews | 20 Apr 2021, 03:27 pm

কলকাতা, এপ্রিল ২০: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিৎ মঙ্গলবার নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জন্য পজিটিভ পরীক্ষা করেছেন।

তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন।

টলিউড-এর প্রবীণ অভিনেতা টুইট করেছেন, "আমি সবাইকে জানাতে চাই যে আমি সিওভিআইডি-১৯ পজিটিভ পরীক্ষা করেছি। আমি বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করেছি এবং (আমি) আমার স্বাস্থ্য পরামর্শদাতাদের পরামর্শ অনুসরণ করছি।

"যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন তারা আন্তরিকভাবে অনুরোধ করবেন নিজেদের পরীক্ষা করাতে এবং যত্ন নিতে। শীঘ্রই দেখা হবে।"

কাজের ক্ষেত্রে, জিৎকে পরবর্তীতে বাজি ছবিতে দেখা যাবে যেখানে অভিনেতা-সংসদ সদস্য মিমি চক্রবর্তীও অভিনয় করবেন।