Entertainment

‘চাদর’ সিনেমায় জুটি বাঁধছেন সাইমন-বুবলী সাইমন-বুবলী
ছবি: সংগৃহিত ‘চাদর’ সিনেমায় জুটি বাঁধছেন সাইমন-বুবলী

‘চাদর’ সিনেমায় জুটি বাঁধছেন সাইমন-বুবলী

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2022, 03:59 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২২: বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। এ ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু। তিনি জানান, সিনেমাটিতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমন সাদিক ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী।

জাকির হোসেন রাজু বলেন, গল্প ও চরিত্র অনুযায়ী ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আরও অনেক জনপ্রিয় শিল্পী এতে কাজ করবেন।

সাইমন-বুবলী ছাড়াও ‘চাদর’ সিনেমায় অভিনয় করবেন রাশেদ মামুন অপু, মুনীরা মিঠুসহ অনেকেই।

এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে নায়ক সাইমন বলেন, “আমার গুরুর সিনেমা, এখানে কাজ করাটা আমার জন্য সবসময়ই স্পেশাল। জাকির হোসেন রাজু স্যারের সিনেমা দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। উনার 'পোড়ামন' দিয়ে ক্যারিয়ারের সেরা হিট সিনেমাটি পেয়েছি। আবার স্যারের সিনেমায় কাজ করার সুযোগ এলো। এফডিসিকে আমি ধন্যবাদ জানাই তাদের পরিকল্পনায় আমাকে রাখার জন্য।”

আগামী ১০-১২ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে ‘চাদর’ ছবির শুটিং শুরু হবে।