Entertainment

মুক্তি পেলো তিশা-ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ অটোবায়োগ্রাফি
সংগৃহিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

মুক্তি পেলো তিশা-ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’

Bangladesh Live News | @banglalivenews | 01 Dec 2023, 09:53 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১ ডিসেম্বর ২০২৩: ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।

বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’ –কথাগুলো বলছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশার কথাতেই উঠে এসেছে, সিনেমাটিতে অনেকগুলো প্রথমের সমন্বয় ঘটেছে। তিশা আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয়, তাহলে আমি ছোট্ট করে বলব, এই সিনেমা হচ্ছে সব সন্তানের প্রতি তার মা-বাবার অনুভূতির উপহার।’

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে একধরনের সংকোচ ভাব তো আছেই। একই সঙ্গে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবনের গল্প বের করে আনার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাই তো শিল্পীর কাজ।’

ফারুকী আরও বলেন, ‘নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কি-ই বা করার আছে? আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা-মা হিসেবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা-মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে। এই ছবিটা যদি তাদের সেই সব অনুভূতির কথা মনে করিয়ে দেয়, তাহলেই আমরা খুশি হব।’

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

সর্বশেষ শিরোনাম

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে Sat, Feb 24 2024

ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হচ্ছেন আজমেরি হক বাঁধন Thu, Feb 22 2024

রাফসান ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দফতরে আমন্ত্রিত হওয়া প্রথম বাংলাদেশি Sat, Feb 17 2024

হাসপাতালে অভিনেত্রী নুসরাত ফারিয়া Sat, Feb 10 2024

ঢাকায় কৌশানী মুখার্জি: শুরু হচ্ছে ‘ডার্ক ওয়ার্ল্ড’র শুটিং Thu, Feb 08 2024

জয়া আহসান ও সুমন ফারুকের ‘ফেরেশতে’র হ্যাট্রিক! Sun, Feb 04 2024

ঢাকা মাতাতে পুলিশের মঞ্চে অনুপম রায় Sat, Feb 03 2024

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’ Thu, Feb 01 2024

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখলেন পরী, সঙ্গে নায়ক-পরিচালক Wed, Jan 31 2024

নতুন মুখের নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’ Sun, Jan 28 2024